You are currently viewing as an admin.
View as a user

MATH OLYMPIAD SEASON 2

Start

MATH OLYMPIAD SEASON 2

কেমন আছো গণিতপ্রেমিরা ! ম্যাথ অলিম্পিয়াড সিজন ১ সফলভাবে শেষ হয়েছে। তবে ২০২৪ অলিম্পিয়াড মৌসুম দরজায় কড়া নারছে। তাই আআমরাও আবার চলে এলাম নতুন ইভেন্ট নিয়ে । এবারের ইভেন্ট ম্যাথ অলিম্পিয়াড সিজন ২ ।
সেগমেন্টঃ
১) ম্যাথ অলিম্পিয়াড
• প্রাইমারি ম্যাথ অলিম্পিয়াড
• জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড
• সিনিয়র ম্যাথ অলিম্পিয়াড
২) জিওমেট্রি অলিম্পিয়াড
• জুনিয়র জিওমেট্রি অলিম্পিয়াড
• সিনিয়র জিওমেট্রি অলিম্পিয়াড

সেগমেন্ট পরিচিতিঃ
• প্রাইমারি ম্যাথ অলিম্পিয়াডঃ
প্রাইমারি ম্যাথ অলিম্পিয়াড –এ প্রাইমারি ক্যাটাগরি অনুযায়ী প্রশ্ন থাকবে। মোট ৬টি প্রশ্ন থাকবে। ৫০ মিনিটে সকল সমস্যার সমাধান করতে হবে(যতগুলি পারবে)। ক্ষেত্রবিশেষে সময় বারানো হতে পারে। ৩ জন বিজয়ী ঘোষণা করা হবে। প্রত্যেক অংশগ্রহনকারী শিক্ষার্থী পাবে অংশগ্রহনকারী সার্টিফিকেট। এছাড়া থাকবে বইবুক থেকে ৫% ছাড়। বিজয়ীরা পাবে আ্যচিভমেন্ট সার্টিফিকেট , বইবুক থেকে গিফট ভাউচার।
• জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড / জিওমেট্রি অলিম্পিয়াডঃ
জুনিয়র ম্যাথ অলিম্পিয়াড –এ জুনিয়র ক্যাটাগরি অনুযায়ী প্রশ্ন থাকবে। মোট ৭টি প্রশ্ন থাকবে। ৫৫ মিনিটে সকল সমস্যার সমাধান করতে হবে(যতগুলি পারবে)। ক্ষেত্রবিশেষে সময় বারানো হতে পারে। ৩ জন বিজয়ী ঘোষণা করা হবে। প্রত্যেক অংশগ্রহনকারী শিক্ষার্থী পাবে অংশগ্রহনকারী সার্টিফিকেট। এছাড়া থাকবে বইবুক থেকে ৫% ছাড়। বিজয়ীরা পাবে আ্যচিভমেন্ট সার্টিফিকেট , বইবুক থেকে গিফট ভাউচার।
• সিনিয়র ম্যাথ অলিম্পিয়াড / সিনিয়র জিওমেট্রি অলিম্পিয়াডঃ
সিনিয়র ম্যাথ অলিম্পিয়াড –এ সিনিয়র ক্যাটাগরি অনুযায়ী প্রশ্ন থাকবে। মোট ৭টি প্রশ্ন থাকবে। ৬০ মিনিটে সকল সমস্যার সমাধান করতে হবে(যতগুলি পারবে)। ক্ষেত্রবিশেষে সময় বারানো হতে পারে। ৩ জন বিজয়ী ঘোষণা করা হবে। প্রত্যেক অংশগ্রহনকারী শিক্ষার্থী পাবে অংশগ্রহনকারী সার্টিফিকেট। এছাড়া থাকবে বইবুক থেকে ৫% ছাড়। বিজয়ীরা পাবে আ্যচিভমেন্ট সার্টিফিকেট , বইবুক থেকে গিফট ভাউচার।